Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাঙ্গামাটিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ উদ্বোধন
বিস্তারিত


রাঙ্গামাটিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ উদ্বোধন

 

“ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গত ১৯ অক্টোবর ২০২৩ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা এর আয়োজনে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আপ্রু মারমা, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি জেলা  ও অন্যান্যরা।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আপ্রু মারমা। এ সময় তিনি ইঁদুরের ক্ষতির ধরণ, জীবনচক্র ও দমন কৌশল বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতি বছর আমন মৌসুমে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান পরিচালিত হয়ে থাকে এবং ১৯৮৩ সাল থেকে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এবারও রাঙ্গামাটিতে ইঁদুর নিধন অভিযানে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে আরও স্বাগত বক্তব্য রাখেন ভেদভেদি এলাকার কৃষক নিহার বিন্দু চাকমা। তিনি ইঁদুর নিধনের বিভিন্ন অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন ইঁদুর আমাদের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইঁদুর দমনের লাগসই প্রযুক্তি সমূহ কৃষি কর্মীগণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কৃষকদের এ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পার্বত্য এলাকায় ইঁদুরের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে ব্যাপক। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সর্বস্তরের জনগণ তথা কৃষক কৃষাণী, ছাত্র ছাত্রী, স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের জনবলকে সম্পৃক্ত করে এই জাতীয় শত্রু নিধনে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।


সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান বলেন ইঁদুরের কারণে প্রতি বছর বাংলাদেশে ১২-১৫ লক্ষ মে. টন খাদ্যশষ্য নষ্ট হয়ে থাকে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে আমন ফসলে ৫-৭%, গমে ৮-১২%, গোলআলুতে ৫-৭%, আনারসে ৬-৯%, তরমুজে ৫-৭% ক্ষতি করে থাকে। এছাড়া সেচের পানির ৭-১০% অপচয় করে থাকে ইঁদুর। নিজের শরীরের ওজনের ১০ ভাগের ১ ভাগ খাবার গ্রহণ করে এবং ৭/৮ গুণ খাবার নষ্ট করে থাকে। তাই সমাজে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ সকলকে ইঁদুর দমনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলার পক্ষ থেকে আগত কৃষক কৃষাণীদের মাঝে ইঁদুর দমনের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। তাছাড়া অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি অফিস, রাঙ্গামাটি সদরের উদ্যোগে ইঁদুর নিধন বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কৃষিবিদ আবু মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, রাঙ্গামাটি সদর উপজেলা। অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, কৃষক কৃষাণী, জনপ্রতিনিধি, প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং অন্যান্য সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।


ডাউনলোড
প্রকাশের তারিখ
19/10/2023
আর্কাইভ তারিখ
30/05/2034