রাঙ্গামাটিতে বিশ্ব খাদ্য দিবস ২০২৩ উদযাপন
“পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ অক্টোবর ২০২৩ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা এর আয়োজনে উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি এর প্রশিক্ষণ কক্ষে বিশ্ব খাদ্য দিবস ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কাজী শফিকুল ইসলাম, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, বনরুপা, রাঙ্গামাটি, ডাঃ লেলিন দে, সিনিয়র সহকারী পরিচালক, শুকর উন্নয়ন খামার, রাঙ্গামাটি, জনাব রুপময় চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রাঙ্গামাটি সদর উপজেলা । অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কৃষক/কৃষানী, জনপ্রতিনিধি এবং অন্যান্য সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস